মহারাষ্ট্রের রাজ্যপাল চন্দ্রপুরম পন্নাস্বামি রাধা কৃষ্ণন, জাতীয় গণতান্ত্রিক জোট উপ রাষ্ট্রপতি নির্বাচনে NDAর প্রার্থী হচ্ছেন। নতুন দিল্লীতে আজ বি জে পির পক্ষ থেকে এ কথা ঘোষণা করা হয়। দলের সদর দপ্তরে আজ বিজেপি সংসদীয় পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের পর বিজেপি সভাপতি, স্বাস্থ্যমন্ত্রী জগত্ প্রকাশ নাড্ডা বলেন, শরিক দল্ গুলির সঙ্গে আলাপ আলোচনা করেই উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বৈঠকে জগত্ প্রকাশ নাড্ডা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ যোগ দেন।
উল্লেখ্য,উপরাষ্ট্রপতি পদে মনোনয়ননের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার ২১ শে অগাস্ট। ভোটগ্রহণ আগামী মাসের ৯ তারিখ। জগদিপ ধনখর স্বাস্থ্যের কারণে উপ রাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন দেখা দিয়েছে।