মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 1, 2025 9:34 AM

printer

দুর্লভ খনিজ উত্তোলনের ছাড়পত্র সংক্রান্ত চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বৈঠক ভেস্তে গেছে

ইউক্রেনের মাটি থেকে দুর্লভ খনিজ উত্তোলনের ছাড়পত্র সংক্রান্ত চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের বৈঠক ভেস্তে গেছে। গতকাল ওয়াশিংটনে ওভাল অফিসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে এই বৈঠক শেষ হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জেলনেস্কির ঘৃণার কারণেই এই চুক্তি হওয়া মুশকিল বলে রাষ্ট্রপতি ট্রাম্প সাংবাদিকদের কাছে মন্তব্য করার পরেই বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়। বৈঠকে ট্রাম্প জেলেনেস্কির ওপর চিৎকার করে  লক্ষ লক্ষ মানুষের জবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তোলেন। জেলেনেস্কির এধরণের আচরণ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। এরপরই জেলেনেস্কি হঠাৎ’ই কোনোরকম চুক্তিতে সাক্ষর না করে হোয়াইট হাউজ ছেড়ে বেরিয়ে যান। স্বাভাবিকভাবেই বৈঠকের পর পূর্ব নির্ধারিত যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল হয়ে যায়।

এদিকে, হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই জেলেনেস্কি এক সামাজিক মাধ্যমের বার্তায় ক্রেনকে সমর্থন করার জন্য আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতি, কংগ্রেস ও সেদেশের নাগরিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ইউক্রেনে এই মুহূর্তে শান্তি প্রয়োজন।

রাষ্ট্রপতি ট্রাম্প’ও এক বার্তায় জানিয়েছেন, জেলেনেস্কি নিজে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর হোয়াইট হাউজে ফিরে আসতেই পারেন।