UPSC সিভিল সার্ভিস –প্রিলিমিনারি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে মোট ১৩০ টি ট্রেন পরিষেবার পরিবর্তে ৬৯ টি আপ ও ৬৯ টি ডাউন সহ মোট ১৩৮ টি ট্রেন পরিষেবা দেবে। আগামীকাল কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকে কবি সুভাষ এর প্রথম পরিষেবা সকাল ৯টার পরিবর্তে সকাল ৭ টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম পরিষেবা সকাল ৯ টার পরিবর্তে সকাল ৭টা ২০ মিনিটে ছাড়বে।
Site Admin | May 24, 2025 9:47 PM
UPSC সিভিল সার্ভিস –প্রিলিমিনারি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামীকাল ব্লু লাইনে ট্রেন পরিষেবা দেবে।
