UIDAI ৭ বছর এবং তার উপরে বাচ্চাদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করার জন্য অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছে। UIDAI এক বিবৃতিতে জানিয়েছে যে সাত বছর বয়সে পৌঁছানো শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করা গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। তথ্য ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে বর্তমানে শারীরবৃত্তীয় কারনে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান দিতে হয়না। কিন্তু শিশুটি পাঁচ বছর বয়সে পৌঁছালে, তখন এই বায়োমেট্রিক্স আপডেট করতে হবে। ৫ থেকে ৭ বছর বয়সের মধ্যে যদি তা সম্পন্ন না হয়, তবে আধার নম্বর নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।
Site Admin | July 15, 2025 10:01 PM
UIDAI ৭ বছর এবং তার উপরে বাচ্চাদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করার জন্য অভিভাবকদের কাছে আবেদন জানিয়েছে।
