মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 25, 2025 5:48 PM

printer

UIDAI সারা দেশে ১ কোটি ৪ লক্ষেরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া- ইউআইডিএআই  সারা দেশে ১ কোটি ৪ লক্ষেরও বেশি মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। আধার পরিষেবাকে সম্পূর্ণ ত্রুটি মুক্ত করতে গত বছর থেকে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের  অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা যেন কেবল জীবিত ও যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছায় এবং মৃতদের নামে ভুয়ো দাবির সুযোগ না থাকে সেকারণেই এই উদ্যোগ। উআইডিএআইয়ের সিইও ভুবনেশ কুমার জানিয়েছেন,  ত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করায়  সরকারি কল্যাণ প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে। প্রতারণা বা পরিচয় জালিয়াতির মতো ঘটনার সম্ভাবনা কমবে। এতে সরকারি অর্থ অপচয় হওয়ার ঝুঁকিও এড়ানো যাবে। উল্লেখ্য, বর্তমানে ৩৩০০–এরও বেশি সরকারি প্রকল্পের সঙ্গে আধার যুক্ত রয়েছে । ইউআইডিএআইয়ের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মৃত ব্যক্তিদের প্রায় ২ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।