SSC ২৬ হাজার চাকরি বাতিলে ‘আদালত অবমাননা’ সংক্রান্ত মামলা হাইকোর্ট আদৌ শুনতে পারে কিনা, আজও তার নিস্পত্তি হলনা বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ: শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে।
আগামী পয়লা মে ফের শুনানি এই মামলার। ঐদিন রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পালটা যুক্তি পেশ করবে আদালতে।