SSC পরীক্ষায় অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে।
সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা এই নম্বর পেলে, সরকার স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা কেন তা’ পাবেন না, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী। ২৮শে নভেম্বর বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা।
এদিকে, প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষকের চাকরি সুনিশ্চিত করা ও শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতে আজ শিক্ষাসচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, এসব দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন শিক্ষাসচিব।
এর আগে আজ নিজেদের দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে বসে তাঁরা বিক্ষোভ দেখান।