মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2025 7:50 PM

printer

SSC নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয়- ইডি, আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কংগ্রেস কাউন্সিলার মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছে।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয়- ইডিআজ তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কংগ্রেস কাউন্সিলার মায়া সাহাকে জিজ্ঞাসাবাদ করছে।  সাত ঘন্টা পেরিয়েও  এখনো জেরা চলছে বলে ই ডি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সোমবার ইডি আধিকারিকরাজীবনকৃষ্ণের বড়েঞা-র বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি চলে সাঁইথিয়া পুরসভার ৯-নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মায়া সাহার বাড়িতেও। বেশ কিছু নথিপত্র এবং পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়।

এদিকেজীবনকৃষ্ণকে ইতমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।