মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 5, 2025 11:54 AM

printer

SIR নিয়ে বিতর্কের মধ্যেই, এ’রাজ্যের দুই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচী- SIR নিয়ে বিতর্কের মধ্যেই, এ’রাজ্যের দুই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ২০০২ সালের ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর। এই আসনগুলি হল- দক্ষিণ ২৪ পরগণার কুলপী, বীরভূমের- মুরারই, রামপুরহাট ও রাজনগর। ওই তালিকা খুঁজে পাওয়া না গেলে, ২০০৩ সালের খসড়া ভোটার তালিকার ওপর কমিশনকে নির্ভর করতে হবে বলে জানা যাচ্ছে।   

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে ভোট চুরির ‘বিহার মডেল’ চলছে। গতকাল সামাজিক মাধ্যমে তিনি বলেন, বিহারের তেজস্বী যাদবের মতো এখানেও ডানকুনি পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কবিরুল আলমের নাম ভোটার তালিকায় দু’জায়গায় রয়েছে। ভোট বৈতরণী পার করতে তালিকায় এই কারচুপি চলছে। এরাজ্যে SIR শুরু হলে এক কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলেও তাঁর দাবি।