মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 28, 2025 1:15 PM

printer

SIR ঘোষণা হওয়ার পর সিনিয়র উপনির্বাচন কমিশনার আজ সকালে আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসছেন

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী SIR ঘোষণা হওয়ার পর সিনিয়র উপ নির্বাচন কমিশনার Maneesh Garg আজ সকালে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  বৈঠকে  বসছেন। বৈঠকে কমিশনের অন্যান্য সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার এবং ডেপুটি ইলেকশন কমিশনাররা যোগ দেবেন বলে সূত্রের খবর।

এদিকে, নির্বাচন কমিশন SIR ঘোষণা করার পর সেব্যাপারে অবগত করতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ  আগরওয়াল আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। বিকেল চারটেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ঐ বৈঠকে যোগদানের জন্য জাতীয় ও রাজ্য স্তরের ৮ টি স্ব্বীকৃত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।  এর মধ্যে আছে, জাতীয় স্তরের ৬ টি রাজনৈতিক দল BJP, কংগ্রেস, CPI(M), AAP, BSP ও NPP এবং রাজ্য স্তরে দুটি দল  তৃণমূল কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক।

 মনোজ আগরওয়াল আগামীকাল রাজ্যের সব  জেলা নির্বাচনী আধিকারিক,  বিধানসভা কেন্দ্রের ই আরও, এইআরও ও বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।  এই ভার্চূয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্যে সব জেলাশাসকদের পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বুথ লেভেল আধিকারিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ভারতীয় নির্বাচন কমিশন আলাদাভাবে তাদের সঙ্গে বৈঠকে বসবে বলেও জানা গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।