রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR কর্মসূচি নিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এবং রাজ্যে চলা SIR কর্মসূচি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও এরাজ্যের জন্য স্পেশাল ইলেক্টোরাল রোল অবজারভার সুব্রত গুপ্ত আজ বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিক, ERO এবং ১২ জন ইলেক্টোরাল রোল অবজারভার দের সঙ্গে বৈঠক করেন। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগী সহ যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক, উপ মুখ্য নির্বাচনী আধিকারিক এবং নির্বাচন কমিশনের তিন বরিষ্ঠ আধিকারিক এই বৈঠকে অংশ গ্রহণ করেন।
Site Admin | December 6, 2025 6:32 PM
SIR কর্মসূচি নিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এবং রাজ্যে চলা SIR কর্মসূচি পর্যালোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও এরাজ্যের জন্য স্পেশাল ইলেক্টোরাল রোল অবজারভার আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের জেলা নির্বাচনী আধিকারিক, ERO এবং ১২ জন ইলেক্টোরাল রোল অবজারভারদের সঙ্গে বৈঠক করেন।