ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR-এর প্রস্তুতি খতিয়ে দেখতে সিনিয়ার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আগামী ১৭-ই সেপ্টেম্বর রাজ্যে আসছেন।
সঠিক পদ্ধতি মেনে এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রেখে কিভাবে সংশোধনের কাজ করা যায়, তা পর্যালোচনা করাই এই সফরের উদ্দেশ্য বলে কমিশন সূত্রে জানা গেছে। আগামী ১৮-ই ও ১৯-শে সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।