SIR -এর কারণে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও, CAA-এর মাধ্যমে ফের তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছেন।
ঠাকুরনগরে গতকাল ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে শান্তনু ঠাকুর এই মন্তব্য করে, বাংলাদেশ থেকে আসা শরনার্থীদের CAA-তে আবেদন করার অনুরোধ জানান। রাজ্যে SIR হলে রোহিঙ্গা, বহিরাগত ও মৃত ভোটার নিয়ে মোট এক কোটি ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলে মন্ত্রী দাবি করেন।