ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-SIR-এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোট যন্ত্র, ইভিএম-এর পরীক্ষা-নিরীক্ষা কর্মসূচীতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আগামীকাল সকাল সাড়ে ১১ টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এর পর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ ২৪ পরগণার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবে।
বুধবার (19th November) তারা নদীয়া ও মুর্শিদাবাদ, বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন তাঁরা। প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন এরাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ।
আগামী শুক্রবার (২১ নভেম্বর) ইভিএম-এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দলের আগামী বিশে নভেম্বর রাজ্যে আসছেন।
ভারতীয় আবহাওয়া দফতর, আইএমডি আজ তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং মাহের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতর আগামী দুই থেকে তিন দিন আন্দামান ও নিকোবর দ্বীপ-এর বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। আইএমডি জানিয়েছে যে আজ পর্যন্ত ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং বিদর্ভ অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।