December 2, 2025 5:18 PM

printer

SIR ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে আজও অচলাবস্থা অব্যাহত

এস আই আর ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে আজও অচলাবস্থা অব্যাহত। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার দাবীতে বিরোধীদের হৈ হট্টোগোলের জেরে দুবার ব্যহত হবার পর লোকসভা দিনের মতো মুলতুবি হয়ে গেছে।

দ্বিতীয় বার মুলতুবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধী সাংসদরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন। প্রিসাইডিং অফিসার সভার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চালালেও তা বিফলে যায়। বারংবার আবেদন সত্ত্বেও বিরোধীরা তাঁদের প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন। এর পরই সভা দিনের মতো মুলতুবি করে দিতে হয়।

এর আগে, দুপুর বারোটায় সভা বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সভার কাজ চলতে দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আবেদন জানান। তিনি বলেন, সরকার যেকোনো বিষয়ে আলোচনায় রাজী।

রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম। প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় সভা বসলে বিরধীরা সর্বাগ্রে এস আই আর ইস্যুতে আলোচনার দাবী জানাতে থাকেন।