রেমিশন অফ ডিউটিস এন্ড ট্যাক্সেস ওন এক্সপোর্টেড প্রোডাক্টস RoDTEP প্রকল্পের অধীনে এডভ্যান্স অথোরাইজেশন কার্ডধারী, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট এবং স্পেশাল ইকোনমিক জোনগুলি থেকে করা রপ্তানির ওপর সুবিধা আবার চালু করেছে সরকার।
এই প্রকল্পের অধীনে সুবিধা আগামী পয়লা জুন থেকে পাওয়া যাবে। এই সুবিধাগুলো চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত চালু ছিল। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক রপ্তানি বাণিজ্যে সুবিধা প্রদান করতে বিভিন্ন রকমের কর প্রদানের ক্ষেত্রে, ভারতীয় ব্যবসায়ীদের আর্থিক সুবিধা প্রদান করে রেমিশন অফ ডিউটিস এন্ড ট্যাক্সেস ওন এক্সপোর্টেড প্রোডাক্টস RoDTEP প্রকল্প।