RG KAR মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত সঞ্জয় রায়ের ভাগ্নির মৃত্যুর ঘটনায় পুলিশ মৃতার বাবা ও মা-কে জেরা করছে। সঞ্জয়ের বড় দিদি ববিতার সঙ্গে বিয়ে হয়েছিল আলিপুর থানার বিদ্যাসাগর কলোনির বাসিন্দা ভোলা সিংহর। তাদের’ই মেয়ে ছিল সঞ্জনা। ববিতা মারা যাওয়ার পর মৃতার বাবা ভোলা, তাঁর শ্যালিকাকে বিয়ে করে। গতরাতে নাবালিকার সাড়া না পেয়ে বাড়ির লোকজন, ঘরের দরজা ভেঙে দেখে আলমারীর কাঠামো থেকে গলায় দড়ি দেওয়া সে ঝুলছে। এই খবর বাইরে প্রকাশ পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাসাগর কলোনীতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিবেশীদের দাবী, বাবা এবং সৎ মা দুজনে মিলে শাসনের নামে ওই নাবালিকার ওপর অত্যাচার করতো।
 
									 
		 
									 
									 
									