Repealing and Amending Bill, 2025 সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় আলোচনার পর বিলটি অনুমোদিত হয়। এর আগে লোকসভা গতকালই বিলটি পাস করেছিল।
এই বিলের মাধ্যমে মোট ৭১টি আইন বাতিল করা হচ্ছে। এর মধ্যে রয়েছে Indian Tramways Act, 1886, Levy Sugar Price Equalisation Fund Act, 1976, এবং Bharat Petroleum Corporation Limited Employees Service Act, 1988। পাশাপাশি চারটি আইন সংশোধন করা হচ্ছে। General Clauses Act, 1897 এবং Code of Civil Procedure, 1908–এ ডাক ব্যবস্থার নতুন পরিভাষা যুক্ত করা হয়েছে। Indian Succession Act, 1925–এ কিছু ক্ষেত্রে উইল আদালতের অনুমোদন ছাড়াই বৈধ হবে। এছাড়া Disaster Management Act, 2005–এ খসড়া সংশোধন করে ‘prevention’ শব্দের জায়গায় ‘preparation’ করা হয়েছে।
আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, এই বিল ব্যবসা ও জীবনযাত্রা সহজ করার পথে একটি পদক্ষেপ। তিনি জানান, সরকার মিনিমাম গভর্ণমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স–এর নীতি মেনে চলছে। শ্রী মেঘওয়াল আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপ্রয়োজনীয় ও অচল আইন বাতিলের কাজ অব্যাহত রাখবেন।
মন্ত্রী জানান, ২০১৪ সালের মে মাস থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৭৭টি আইন বাতিল করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬২টি পুরোপুরি বাতিল এবং ১৫টি পুনঃপ্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় মামলার জট কমাতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে উৎসাহিত করছে।
বিলের আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের বিবেক কে তনখা আদালতে মুলতুবি মামলার সংখ্যা কমানোর ওপর জোর দেন। বিজেপির সুভাষ বারালা বলেন, এই বিলটি জীবনযাত্রাকে সহজ করতে সহায়ক হবে। এআইএডিএমকের ড. এম. থাম্বিদুরাই বাল্মিকি সম্প্রদায়কে তফসিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব, ডিএমকের কে আর এন রাজেশ কুমার, YSRCP-র সুভাষ চন্দ্র বোস পিল্লি, সিপিআই(এম)–এর এ এ রহিম এবং বিজেপির মদন রাঠোর আলোচনায় অংশ নেন।