R G Kar মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের এক বছরে রাজ্য জুড়ে ব্যাপক বিক্ষোভ আন্দোলনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন সংগঠন।
ডাক্তারি পড়ুয়া অভয়ার মা বাবার ডাকে আগামীকাল নবান্ন অভিযানে অংশ নিতে দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানানো হয়েছে। দিল্লী থেকে ফিরে সাংবাদিকদের কাছে অভয়ার বাবা সিবিআই তদন্তের অগ্রগতির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সাংবাদিকদের কাছে বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। আগামীকালের আন্দোলনের নেতৃত্ব দেবেন অভয়ার পরিবার। বিরোধী দলনেতাও সকল সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান।
গত বছর ৯ ই আগস্ট চিকিৎসক তরুণীর ধর্ষণ ও নৃশংস হত্যার বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় সুবিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ West Bengal Junior Doctors’ Front রাত ৯ টায় কলকাতার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবে। আগামীকাল অভয়া মঞ্চের তরফে কালিঘাট চলো অভিযানেরও ডাক দেওয়া হয়েছে। R G Kar মেডিক্যাল কলেজে পড়ুয়া, সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন।
এছাড়া আজ রাত ১২ টা থেকে আগামীকাল ভোর পর্যন্ত শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সারারাতব্যাপী রাত দখল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দক্ষিণ কলকাতার নেতাজি নগরেও সমাবেশের আয়োজন করেছে অভয়া মঞ্চ।
আর জি কর কাণ্ডে সঠিক তদন্তের দাবিতে প্রদেশ কংগ্রেস আজ নিউটাউনে সিবিআই দপ্তর ঘেরাও কর্মসূচীর ডাক দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এর নেতৃত্ব দেবেন।