PSC ক্লার্কশিপ পার্ট-টু পরীক্ষার জন্য যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল আগামীকাল দক্ষিণেশ্বর-শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ- গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে ১৩০ টির পরিবর্তে ১৬৮ টি এবং গ্রিন লাইনে ১০৮ টির পরিবর্তে ১৩১ টি পরিষেবা দেওয়া হবে।
এই দুই সেকশনে প্রথম পরিষেবা সকাল ৯ টার পরিবর্তে ৮ টায় শুরু হবে। তবে ব্লু লাইন ও গ্রিন লাইনে শেষ পরিষেবার সময়সূচী অপরিবর্তিত থাকছে। হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত বিশেষ পরিষেবা, অন্যান্য দিনের মতো রাত ১০ টা পাঁচ মিনিটেই পাওয়া যাবে। ওই দিন ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা থাকলেও পার্পেল, অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা থাকবে না বলে মেট্রো রেল সূত্রের খবর।