মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 28, 2025 4:24 PM

printer

OTT  প্ল্যাটফর্ম এ ‘আপত্তিকর দৃশ্য’ দেখানো বন্ধের জন্য নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট

অনলাইন মাধ্যমে ‘আপত্তিকর দৃশ্য’ দেখানো বন্ধের জন্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া সংক্রান্ত একটি আবেদন গ্রহণ করতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ জি মাসীহার বেঞ্চ আজ কেন্দ্রীয় সরকার সহ বেশ কিছু সংস্থাকে এব্যাপারে নোটিশ পাঠিয়েছে। তালিকায় রয়েছে OTT  প্ল্যাটফর্ম – নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, অল্ট বালাজী, উল্লু ডিজিট্যাল, মুবি এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম – এক্সকর্প, অ্যাপেল, গুগুল, মেটা প্রভৃতি। অশালীন বিষয়বস্তুর অবাধ প্রচার রুখতে কেন্দ্রকে আইনি পদক্ষেপের পরামর্শ দিয়েছে বেঞ্চ। জবাবে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেন, এবিষয়ে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আরো কিছু নিয়ন্ত্রণ জারির চেষ্টা চলছে।

 উল্লেখ্য, এইসব অনলাইন মাধ্যমে শিশু পর্ণগ্রাফি সহ অন্যান্য বিকৃত অশালীন বিষয় বস্তু দেখানোর ফলে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বাড়ছে এবং যুব সমাজের মনোস্তাতাত্বিক বিকাশে তার প্রভাব পড়ছে বলে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়।