মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 1, 2025 7:57 AM

printer

মিস থাইল্যান্ড, ওপাল সুচাতা চুয়াংস্রী, মিস ওয়ার্ল্ড ২০২৫ শিরোপা জিতেছেন

মিস থাইল্যান্ড, ওপাল সুচাতা চুয়াংস্রী, মিস ওয়ার্ল্ড ২০২৫ শিরোপা জিতেছেন। হায়দরাবাদে ৭২ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ইথিওপিয়ার হাসেত ডেরেজে আদমাসু-কে প্রথম রানার আপ এবং পোল্যান্ডের মাজা ক্লাজদা-কে দ্বিতীয় রানার আপ ঘোষণা করা হয়েছে। ফুকেটের ২২ বছর বয়সী ওপাল সুচাতা আত্মবিশ্বাস  এবং মহিলাদের স্বাস্থ্য সচেতনার প্রতি তার কর্মকাণ্ডের জন্য অন্যদের তুলনায়  এগিয়ে ছিলেন। ১০০’রও বেশি প্রতিযোগীর মধ্যে দুইজনকে বেছে নিয়ে একটি তীব্র প্রতিযোগিতার পর তাকে মুকুটে সম্মানিত করা হয়। মার্টিনিকের প্রতিযোগীকে মিস আমেরিকা এবং কারিবিয়ান ঘোষনা করা হয়েছে। ইথিওপিয়ার প্রতিযোগীকে মিস আফ্রিকা হিসেবে ঘোষণা করা হয়েছে। মিস ওয়ার্ল্ড ইউরোপ হিসেবে পোল্যান্ডের প্রতিযোগী এবং থাইল্যান্ড হল মিস এশিয়া ও ওশিয়ানিয়া।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন