November 10, 2025 10:17 AM

printer

ISSF বিশ্বশ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনীশ ভান্ওয়ালা, পুরুষদের২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রূপো পেয়ে ইতিহাস গড়েছেন

ISSF বিশ্বশ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের অনীশ ভান্ওয়ালা, পুরুষদের২৫ মিটার রাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রূপো পেয়ে ইতিহাস গড়েছেন। অনীশ, ফাইনালে ২৮টি লক্ষ্যভেদ করেন। কোন অলিম্পিক ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়নশিপে-অনিশ হলেন প্রথম পদকজয়ী ভারতীয় পিস্তল শুটার।