February 4, 2025 11:06 AM

printer

ISL ফুটবলে কটকের কলিঙ্গ স্টেডিয়াম ওড়িশা এফ সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি’র মধ্যে গতকালের ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।

ISL ফুটবলে কটকের কলিঙ্গ স্টেডিয়াম ওড়িশা এফ সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি’র মধ্যে গতকালের ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। ২ দল ই ২ টি করে গোল করে। ইসাক ভানলাল রুয়াতফেলার ইনজুরি টাইম গোল, ওরিশাকে ড্র করে পয়েন্ট অর্জনে সহায়ক হয়।
এদিকে আই এস এল ফুটবলে FC মোহন বাগান আগামীকাল পাঞ্জাব FC র মুখোমুখি হবে। সল্ট লেক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে ৭ টায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।