IRCTC কেলেঙ্কারি মামলায়, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আজ রাষ্ট্রীয় জনতা দল RJD র বিরুদ্ধে একাধিক ফৌজদারি চার্জ গঠন করেছে। RJD র লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও তাঁর ছেলে তেজস্বী যাদব এই ঘটনায় মূল অভিযুক্ত। বিশেষ বিচারপতি বিশাল গোগ্নে এই নির্দেশ দিয়েছেন।
আদালত তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, ফৌজদারি চক্রান্ত ও প্রতারণার অভিযোগ এনেছে। সিবিআই অভিযোগ করেছে, রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার কিছু জমি, এক বেসরকারি কোম্পানিকে ঘুষ হিসেবে দেয়। নির্দিষ্ট প্রক্রিয়ায় দরপত্রের আহ্বান না করেই, রাঁচি ও পুরীতে দুটি IRCTC হোটেলও সুজাতা হোটেল নামে এক কোম্পানিকে দিয়ে দেওয়া হয়।
যদিও, লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।