November 25, 2025 12:07 PM

printer

IR-এর অধীনে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী–SIR-এর অধীনে এন্যুমারেশন ফর্ম সংক্রান্ত কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলেছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এস আই আর প্রক্রিয়ায় এন্যুমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে তিনি গতকাল জরুরি বৈঠক বসেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ইতোমধ্যেই ফর্ম বিলির কাজ প্রায় একশো শতাংশ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত ডিজিটালি আপলোড হওয়া ফর্মের সংখ্যা ৪ কোটি ৫৫ লক্ষ, শতকরার নিরীখে যা ৫৯.৩৯ শতাংশ। আনকালেক্টেবল ফর্মের সংখ্যা ১০ লক্ষ ৩৩ হাজার বলেও শ্রী আগরওয়াল উল্লেখ করেছেন। বিশেষ অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের কাছে ভোটার সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাচ্ছে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন।

তিনি আরো জানান,  ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কাজের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এর পরেই রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজ পুর, মালদা, এবং পূর্ব মেদিনীপুর।