IPL ক্রিকেটে গুজরাট টাইটানস ৫৮ রানে রাজস্থান রয়ালসকে হারিয়ে দিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল রাজস্থান টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়।
গুজরাট ২০ ওভারে ৬ উইকেটে ২১৭ রান তোলে। সাই সুদর্শন ৮২, শাহরুখ খান ও জশ বাটলার দুজনেই ৩৬ রান করেন। রাজস্থান এর হয়ে তুষার দেশপান্ডে , মহেশ থিকশানা দুটি করে উইকেট নেন।
জবাবে রাজস্থান রয়্যালস ১৯ ওভার ২ বলে ১৫৯ রানে সব কটি উইকেট হারায়। শিমরন হেতমায়ার ৫২, অধিনায়ক সঞ্জু স্যামসন ৪১ রান করেন। গুজরাট টাইটানস এর হয়ে প্রসিধ কৃষ্ণা তিনটি, সাই কিশোর ও রশিদ খান দুটি করে উইকেট নিয়েছেন। সাই সুদর্শন ম্যাচের সেরা হয়েছেন।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় শীর্ষে উঠে এসেছে গুজরাট টাইটানস। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।
Site Admin | April 10, 2025 7:33 AM
IPL ক্রিকেটে গুজরাট টাইটানস ৫৮ রানে রাজস্থান রয়ালসকে হারিয়ে দিয়েছে।
