ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, দক্ষিণ পশিম মৌসুমি বায়ু পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের কিছু অংশে প্রবেশ করেছে। আগামী তিন চার দিনের মধ্যে বাকি অংশেও বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কেরালা, মাহে্ উত্তরাখণ্ড, রাজস্থান ও গুজরাতে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামী কাল পর্যন্ত আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ও মিজরামে উত্তপ্ত ও আর্দ্র পরিস্থিতি বজায় থাকবে।
Site Admin | June 27, 2025 10:46 AM
IMD জানিয়েছে, দক্ষিণ পশিম মৌসুমি বায়ু পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের কিছু অংশে প্রবেশ করেছে
