মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 8, 2024 11:51 AM

printer

IMD, দেশের পূর্ব পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ- IMD, দেশের পূর্ব পশ্চিম ও দক্ষিণ অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে।  মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গনা, ওডিশা, উপকূলীয় অন্ধপ্রদেশ এবং ইয়ানামে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে  আসাম মনিপুর,ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কোঙ্গন, গোয়া, বিদর্ভ , উপকূলবর্তী কর্ণাটক ও পূর্ব উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি আরো শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা  রয়েছে।  এটি খুব ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাবে আগামীকাল  থেকে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর। আজ সকালের মধ্যে তাদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে।