ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, গুজরাটের দ্বারকার ৩ শো ৪০ কিলোমিটার পশ্চিমে ঘূর্ণিঝড় শক্তি অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টির দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে আজ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। কালকের মধ্যে এটি উত্তরমধ্য ও সংলগ্ন আরব সাগরে পৌঁছবে। সোমবার এটি শক্তিক্ষয় করে উত্তর পূর্বে অগ্রসর হবে।
Site Admin | October 4, 2025 1:09 PM
IMD জানিয়েছে, গুজরাটের দ্বারকার ৩৪০ কিলোমিটার পশ্চিমে ঘূর্ণিঝড় শক্তি অবস্থান করছে