ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) আগামীকাল পর্যন্ত পশ্চিম উত্তর প্রদেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা থাকার কথা জানিয়েছে। IMD তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া লক্ষদ্বীপের কিছু অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে । IMD জানিয়েছে আগামীকাল আন্দামান সাগর, উত্তর তামিলনাড়ু উপকূল, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর, মান্নার উপসাগর এবং সংলগ্ন কোমোরিন অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।
এদিকে, দিল্লি-এনসিআর-এ বায়ুর মান অত্যন্ত খারাপ স্তরে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, আজ রাত ৮টা পর্যন্ত দিল্লিতে বাতাসের গুণমান সূচক (AQI) ৩৯৪ রেকর্ড করা হয়েছে।