নির্বাচনে অংশগ্রহনকারি স্বীকৃত রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের নির্বাচনের সঙ্গে যুক্ত বিষয়গুলি সম্পর্কে অবগত করতে নির্বাচন কমিশন এই প্রথম একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। দিল্লিতে India International Institute for Democracy and Election Management (IIIDEM)-এ আয়োজিত দু’দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় বিহারের ১০টি স্বীকৃত দলের ২৮০ জন BLA (বুথ লেভেল এজেন্ট) এই কর্মসুচিতে অংশগ্রহন করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার Dr. Sukhbir Singh Sandhu এবং Dr. Vivek Joshi ওই কর্মশালায় বক্তব্য রাখেন।
Site Admin | April 16, 2025 9:41 PM
IIIDEM-এ আয়োজিত দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা দিল্লিতে শুরু হয়েছে
