প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আজ রাতে ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর লক্ষ্যে ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেবেন।
সপ্তদশতম ব্রিকস শিখর সম্মেলনে বিশ্বজনীন প্রশাসনিক সংস্কার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
স্বাস্থ্য , বিশ্বের নানা সমস্যার সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক প্রয়োজন মেটাতে বহুপাক্ষিক ব্যাংকের সংস্কার, এবং একটি ভারসাম্য যুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক প্রশাসন গড়তে উৎসাহদানে সহযোগিতা সম্প্রসারিত করার ব্যাপারে একটি কাঠামো তৈরি করায় আগ্রহী এই গোষ্ঠী ।
শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী, অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। দুদিনের শিখর সম্মেলনের পরে প্রধানমন্ত্রীর ব্রাসিলিয়া যাওয়ার কথা। প্রায় ৬ দশকে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম সফর। প্রধানমন্ত্রী মোদি সেখানে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে দু’দেশের কৌশলগত সম্পর্ক ঘনিষ্ঠতর করার বিষয়ে আলোচনা করবেন।