G-7 শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী, একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে জার্মানি, ফ্রান্স, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদাভাবে মিলিত হন।
প্রধানমন্ত্রী এবং জার্মান চান্সেলর ফ্রেডরিক মার্স, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, পরিবেশ বান্ধব ও সুস্থিত উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রযুক্তি, উদ্ভাবন, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
শ্রী মোদী, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শিনবাম পার্দোর সঙ্গে প্রথমবার বৈঠকে মিলিত হন। দুদেশের মধ্যে ঐতিহাসিক মৈত্রী বন্ধনের কথা উল্লেখ করে বাণিজ্য বিনিয়োগ, স্টার্ট আপ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত করার লক্ষ্যে কাজ করতে উভয় নেতা সম্মত হয়েছেন। মানুষে মানুষে আদানপ্রদান বাড়াতেও তাঁরা সহমত হন।
জার্মানি ও মেক্সিকোর নেতৃবৃন্দকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই-এ সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়মুঙ্গের সঙ্গে বৈঠকে, দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব মজবুত করার লক্ষ্যে সহযোগিতার নতুন সম্ভাবনা খতিয়ে দেখার বিষয়ে দুই নেতা সম্মত হন।
শ্রী মোদী, ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্টনি আলবানিস, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও পৃথক পৃথকভাবে বৈঠকে মিলিত হন।