মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 30, 2025 11:16 AM

printer

FIH প্রো হকি লীগে বার্লিনে গতকাল চীনের কাছে ২-৩ গোলে ভারতের মহিলা হকি দল পরাজিত হয়।

FIH প্রো হকি লীগে বার্লিনে গতকাল চীনের কাছে ২-৩ গোলে ভারতের মহিলা হকি দল পরাজিত হয়। এই নিয়ে এটা ভারতের মহিলা হকি দলের অষ্টম উপর্যুপরি হার। সুনেলিতা টোপ্পা ভারতের ৯ মিনিটে গোল করে এগিয়ে দেন, ও রুতুজা দাদাসো পিসাল ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন। চীনের হয়ে দুটি গোল করেন ঝাং ইং ও একটি গোল করেন শু ওয়েনহু।
এর ফলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ভারত ন’দলের লীগ টেবিলে সর্বনিম্নে অবস্থান করছে। ২০২৬-২৭ সংস্করণের প্রো হকি লীগে অংশগ্রহণ করতে হলে আসন্ন এফআইএইচ নেশনস কাপে জয়লাভ করতে হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।