গোয়ার পানাজিতে অনুষ্ঠিত FIDE দাবা বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন ভি. প্রণব এবং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাসি কালো ঘুটি নিয়ে জয়লাভ করেছেন। প্রণব ৪১ চালে নরওয়ের গ্র্যান্ডমাস্টার আরিয়ান তারিকে এবং অর্জুন ৩৭ চালে বুলগেরিয়ার মার্টিন পেট্রোভকে পরাজিত করেছেন।দ্বিতীয় রাউন্ডে মোট ১৭ জন ভারতীয় খেলোয়াড় মাঠে নামছেন, যাদের মধ্যে আটজন শীর্ষ ৫০ জনের মধ্যে স্থান পেয়েছেন।
উল্লেখ্য নকআউট টুর্নামেন্ট ফিডে দাবা বিশ্বকাপে ৮২টি দেশের ২০৬ জন খেলোয়াড় ভারতীয় কিংবদন্তির বিশ্বনাথন আনন্দ এর নামে নামকরণ করা শিরোপা জেতার লক্ষ্যে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন।