মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কি আগামীকাল হোয়াইট হাউজে আসছেন।
ইউক্রেনের মাটি থেকে দুর্লভ খনিজ উত্তোলনে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়পত্র দেওয়া সংক্রান্ত এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়েও আমেরিকার সঙ্গে চুক্তি সই হতে পারে।
গতকাল হোয়াইট হাউজে রাষ্ট্রপতি ট্রাম্প প্রথম ক্যাবিনেট মিটিং-এর পর বলেন, এবিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে এবং উভয় পক্ষই রাশিয়া ও ইউক্রেনের মানুষের মৃত্যু বন্ধ করতে চাইছে। তিনি আরো বলেন, এই যুদ্ধে ইউরোপের থেকে আমেরিকা, ইউক্রেনকে অনেক বেশি সাহায্য করেছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি ট্রাম্প, জেলেনেস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আগেই কথা বলেছেন।