মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2025 8:24 PM

printer

EMU ট্রেন চালকের উপস্থিত বুদ্ধির জন্য আজ সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় এক গুরুতর দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে।

EMU ট্রেন চালকের উপস্থিত বুদ্ধির জন্য আজ সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় এক গুরুতর দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে। ট্রেন চালানোর সময় ওই চালক ট্র্যাকের উপর রাখা একটি স্লিপার দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ব্রেক কষে সম্ভাব্য দুর্ঘটনা রুখে দেন। কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ডেউলা ও মাগরাহাট স্টেশনের মধ্যবর্তী লাইনে চলমান অবরোধের সুযোগ নিয়ে রেললাইনের ওপর একটি স্লিপার রেখে দেয় বলে খবর। রেল কর্তৃপক্ষ এই ধরণের দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে, যা যাত্রীদের প্রাণনাশের কারণ হতে পারত। একই সময়ে মগরাহাট ও ডেউলার মধ্যে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) তারের উপর কলাপাতা ছুড়ে ফেলা হয়, যার ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলওয়ের রক্ষণাবেক্ষণ কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তার থেকে কলাপাতা সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন।
এই ধরনের কাজ শুধু বিপজ্জনক নয়, রেল আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে রেলের তরফে জানানো হয়েছে। শিয়ালদহ ডিভিশন এই বিপজ্জনক ও বেআইনি কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে।, এই জাতীয় কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা সাধারণ নাগরিকদের রেল কর্মীদের সহযোগিতা করা এবং সচেতন থাকার আহ্বান জানান, যাতে সকলের জন্যে রেল নেটওয়ার্ক নিরাপদ ও কার্যকর থাকে। জনগণের সচেতনতা ও সজাগতা ভবিষ্যতে এ ধরনের বিপজ্জনক ঘটনা রুখতে সহায়ক হতে পারে বলে ডিআরএম উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন