East Bengal কোচ অস্কার ব্রুজোর সঙ্গে বাদানুবাদের পর দলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী গতকাল পদত্যাগ করেছেন। IFA শিল্ড এর রানার্স আপ ইস্টবেঙ্গল সুপার কাপ খেলতে সোমবারই গোয়ায় পৌঁছেছে। সেখানেই গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে কোচের শিল্ড ফাইনালে নেওয়া সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে #IFA শিল্ডের ফাইনালে টাইব্রেকারে দেবজিত মজুমদারকে গোলকিপার হিসেবে মাঠে নামানো হয়। যে সিদ্ধান্ত সাপোর্ট স্টাফের কথা মেনে ভুল হয়েছিলো বলেই অস্কার ব্রুজো মন্তব্য করেছিলেন।
Site Admin | October 21, 2025 12:24 PM
East Bengal কোচ অস্কার ব্রুজোর সঙ্গে বাদানুবাদের পর দলের গোলকিপার কোচ সন্দীপ নন্দী গতকাল পদত্যাগ করেছেন
