DGCA গতকাল নতুন দিল্লিতে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এর উড়ান চলাচল বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করে। বিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যে রিপোর্ট এয়ার ইন্ডিয়া দিয়েছে ডিজিসিএ সেই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ওই বিমান সংস্থাকে ইঞ্জিনিয়ারিং অপারেশন্স, গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিটের মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় আরো বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও রক্ষণাবেক্ষণের ত্রুটিজনিত কারনে যাত্রীদের বিলম্ব হওয়া আটকাতে প্রয়োজনীয় যন্ত্রাংশ যোগানের ওপর জোর দেওয়া এবং কঠোরভাবে নীতি-নির্দেশিকা পালনের কথাও বলা হয়েছে।