কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর- CISF অফিসার হিসাবে প্রথম বার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পা দিলেন সাব-ইন্সপেক্টর গীতা সামোতা। নিরাপত্তা বাহিনী শুভেচ্ছা বার্তায় বলেছে যে সাব-ইন্সপেক্টর সামোতা কেবল পর্বত জয় করেননি বরং প্রমাণ করেছেন যে মহিলারা সবচেয়ে কঠিন ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে পারেন। তার কৃতিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ২০২৬ সালে এভারেস্ট অভিযানের জন্য একটি পূর্ণাঙ্গ পর্বতারোহণ দল পাঠানোর পরিকল্পনা করেছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী।
Site Admin | May 20, 2025 9:16 PM
CISF অফিসার হিসাবে প্রথমবার মাউন্ট এভারেস্টের চূড়ায় পা দিলেন সাবইন্সপেক্টর গীতা সামোতা
