কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ- CBSE, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বছরে দুবার নেওয়া হবে বলে জানিয়েছে। আগামী বছর থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। এর আওতায় প্রথম পরীক্ষা নেওয়া হবে ফেব্রুয়ারি মাসে যা সকল পড়ুয়ার জন্য আবশ্যিক। যে সব পড়ুয়া নিজেদের ফলাফল উন্নীত করতে চান কেবল তাঁরাই মে মাসে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন। পাশ হওয়া ছাত্রছাত্রীরা বিজ্ঞান, অঙ্ক, সামাজিক বিজ্ঞান এবং ভাষা এই বিষয় গুলির মধ্যে থেকে যে কোন তিনটিতে নিজেদের ফলাফল উন্নীত করার সুযোগ পাবে। এই দুই পর্যায়ের পরীক্ষার ফলাফল যথাক্রমে এপ্রিল ও জুন মাসে প্রকাশিত হবে।
Site Admin | June 25, 2025 9:40 PM
CBSE, দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বছরে দুবার নেওয়া হবে বলে জানিয়েছে।
