কেন্দ্রীয় তদন্ত সংস্থা- CBI একটি আন্তর্জাতিক ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় রাজধানী অঞ্চল সহ দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, কেরালা এবং পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৪০টি জায়গায় তল্লাশি চালিয়েছে। এই তল্লাশি সিবিআই-এর অপারেশন চক্র ৫-এর অংশ হিসেবে চালানো হয়েছে। ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির অপরাধীরা কম্বোডিয়া সহ বিভিন্ন বিদেশী এলাকা থেকে তাদের কাজকর্ম চালিয়ে আসছিল। ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতি সংঘটিত সংগঠিত সাইবার-অপরাধের অংশ হিসেবে প্রায় ৪০ জন ব্যক্তিকে সনাক্ত করেছে সিবিআই।
Site Admin | October 9, 2025 10:04 AM
CBI একটি আন্তর্জাতিক ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় রাজধানী অঞ্চল সহ দেশের প্রায় ৪০টি জায়গায় তল্লাশি চালিয়েছে।