July 10, 2024 12:00 PM July 10, 2024 12:00 PM
28
উত্তর প্রদেশে উন্নাও জেলায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে
উত্তর প্রদেশে উন্নাও জেলায় আজ ভোরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২০ জনের বেশী। বিহারের সিওান থেকে দিল্লি গামী একটি ডবল ডেকার বাস, বাঙ্গারামাউ এর কাছে একটি দুধের ট্যাংকারে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে গেছেন। উদ্ধারের কাজ চলেছে।