November 10, 2025 7:12 PM
39
সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে।
সুরাটে রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে গেছে। তৃতীয় দিনে আজ রেলের প্রথম ইনিংস ২২২ রানে শেষ হয়ে যায়। ভার্গভ মেরাই ৯১, এবং উপেন্দ্র যাদব ৭০ রান করেন। বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল চারটি , মহম্মদ কাইফ, রাহুল প্রসাদ দুটি করে উইকেট নিয়েছেন। এরপর বাংলা রেল...