July 10, 2024 3:03 PM July 10, 2024 3:03 PM
12
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজ ফের সাদার্ন এভিনিউ এস এন বসু রায় কোম্পানীর অফিসে তল্লাশি চালাচ্ছে।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আজ ফের সাদার্ন এভিনিউ এস এন বসু রায় কোম্পানীর অফিসে তল্লাশি চালাচ্ছে। দুজন সাইবার বিশেষজ্ঞকে নিয়ে সিবিআই আধিকারিকরা সকাল পৌনে ১১ টা নাগাদ সংস্থার অফিসে ঢোকেন। গতকালও ওএমআর শিট কান্ডে সিবিআই ঐ সংস্থার কার্যালয়ে তল্লাশি চালায়। উল্লেখ্য, ২০১৭-র প্রাথমিক টেটের ওএমআর শ...