হরিয়ানা

July 11, 2025 9:44 PM July 11, 2025 9:44 PM

views 40

হরিয়ানার ঝাঁঝরে আজ সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়

হরিয়ানার ঝাঁঝরে আজ সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়।  এই কম্পনের প্রভাব দিল্লি এনসিআর এলাকাতেও পরে।  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭. NATIONAL CENTRE OF SYSMOLOGY জানিয়েছে, ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ঝাঁঝরের ১০ কিলোমিটার গভীরে।

April 17, 2025 9:47 AM April 17, 2025 9:47 AM

views 26

হরিয়ানায় জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরাকে গতকালও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

হরিয়ানায় জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায়  কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরাকে আজও জিজ্ঞাসাবাদ করবে এনফোর্সমেন্ট নির্দেশালয়-ইডি। এই নিয়ে তৃতীয় দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। নতুনদিল্লিতে ইডি দফতরে গতকাল ও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।  গুরুগ্রামে জমি ক্রয় করার সময় আ...