July 22, 2024 9:19 PM
18
সরকার জানিয়েছে, জল জীবন মিশন – প্রতিটি ঘরে জল প্রকল্পের অধীনে বিগত ৫ বছর, ১১ কোটি ৭৫ লক্ষ গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, জল জীবন মিশন - প্রতিটি ঘরে জল প্রকল্পের অধীনে বিগত ৫ বছর, ১১ কোটি ৭৫ লক্ষ গ্রামীণ পরিবারকে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজ্যসভায় জল শক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি সমান্না আজ একথা জানান। তিনি আরো জানান, এই সংযোগের মাধ্যমে, প্রতিদিন মাথা পিছু ৫৫ লিটার জল প্রদান করা হচ্ছে। এই জ...