November 17, 2025 1:04 PM November 17, 2025 1:04 PM
17
ফিডে চ্যাম্পিয়নশিপে ভারতের পি হরিকৃষ্ণ প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন
দাবায় ফিডে চ্যাম্পিয়নশিপে গতকাল গোয়ার পানাজিতে ভারতের পি হরিকৃষ্ণ মেক্সিকোর জোসে মারটিনেজ আলকান্তারার কাছে পঞ্চম রাউন্ডের ট্রাইব্রেকারে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। এর ফলে কোয়ার্টার ফাইনালে একমাত্র ভারতীয় হিসেবে অর্জুন এরিগাইসি অংশ নেবেন।