December 2, 2025 10:06 PM

printer

BLO-রা আগামীকাল থেকে যে সব এন্যুমারেশন ফর্ম সংগ্রহ করবেন, সেগুলি দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন।

BLO-রা আগামীকাল থেকে যে সব এন্যুমারেশন ফর্ম সংগ্রহ করবেন, সেগুলি দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে আজকের মধ্যেই তাঁদের কাছে থাকা যাবতীয় এনইউমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজ’ও শেষ করার কথা বলা হয়েছে।  রাজ্যের সমস্ত নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ERO-দের লেখা এক চিঠিতে শ্রী  আগরওয়াল জানিয়েছেননিউমারেশন পর্বের সময়সীমা বাড়ায় তারা খসড়া ভোটার তালিকা আরো নির্ভুলভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন। ১১’ই ডিসেম্বরের মধ্যে যেসব ফর্ম জমা পড়বে না,  সেগুলিকে ‘আনকালেক্টেবল’ হিসেবে গণ্য করা হবে এবং সেই স্টেটাস পোর্টালেও প্রতিফলিত হবে। এই সময়ের মধ্যে কোথাও অস্থায়ী কর্মী ডেটা এন্ট্রি করেছেন কি নাতাও খতিয়ে দেখতে হবে। কোনও ত্রুটি ধরা পড়লে তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট BLO-কে।